Posts

Showing posts from November, 2020

আপনার নেটওয়ার্কে কে কোন ওয়েবসাইট ভিজিট করছে তা সহজেই দেখতে পারেন যদি আপনার কাছে একটি মাইক্রোটিক রাউটার থাকে

Image
চলেন দেখি কিভাবে দেখা যায় তা জানার চেষ্টা করি - ধাপ-০১: প্রথমেই web Proxy এনেবল করতে হবে । web Proxy এনেবল করার জন্য Winbox দিয়ে মাইক্রোটিক এ লগিন করে IP তে ক্লিক করলে একটি মেনু ওপেন হবে সেখান থেকে web Proxy তে ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে এনাবল অপশন সিলেক্ট করে apply করে OK করতে হবে। ধাপ-০২ তারপর System থেকে Logging এ ক্লিক করলে একটি ডায়গল বক্স ওপেন হবে । সেখান থেকে Actions এ সিলেক্ট করে “+” এ ক্লিক করতে হবে। একটি ডায়গল বক্স ওপেন হবে । সেখানে Name : weblog Type= remote Remote address=192.168.88.30 ( আপনি যে পিসিতে লগগুলো দেখতে চান সেই পিসির আইপি) Remote port: 514 দিয়ে apply করে OK করতে হবে। ধাপ-০৩ আবার তারপর System থেকে Logging এ ক্লিক করলে একটি ডায়গল বক্স ওপেন হবে । সেখান থেকে Rules এ সিলেক্ট করে “+” এ ক্লিক করতে হবে। একটি ডায়গল বক্স ওপেন হবে । সেখানে Topics= web-proxy Action : weblog দিয়ে apply করে OK করতে হবে। ধাপ-০৪ পরবর্তীতে IP থেকে Firewall এ ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে । সেখানে NAT এ ক্লিক করে “+” এ ক্লিক করলে একটি ডায়লগ বক্স ওপেন হবে । ডায়লগ বক্স এর Gene...