Address Resolution Protocol (ARP)-5
Address Resolution Protocol (ARP) দুই বা ততোধিক নেটওয়ার্ক ডিভাইস যখন কোন একটি সুইচের সাহায্যে সংযুক্ত থাকে তখন আমরা তাকে একটি LAN হিসেবে বিবেচনা করি। একটি LAN এ প্রতিটি ডিভাইস আদান-প্রদানকৃত বিভিন্ন Frame রিসিভ করে। এখন প্রশ্ন হলো, কোন একটি ডিভাইস কিভাবে বুঝবে যে, তার নিকট আসা Frame টি আসলে তার নিজের জন্য এসেছে নাকি অন্য কোন ডিভাইসের। LAN এর ডিভাইসসমূহ যাতে বুঝতে পারে তার কাছে আসা Frame টি তার নাকি অন্য কারো, এজন্য Ethernet নেটওয়ার্কে একটি বিশেষ এ্যাড্রেস ব্যবহৃত হয়, একে MAC Address বলে। MAC Address হলো একটি Unique Identifier যা একটি Ethernet নেটওয়ার্কের প্রতিটি সোর্স এবং ডেষ্টিনেশন ডিভাইসকে আলাদাভাবে চিহ্নিত করে। MAC Address হলো একটি 48 বিটের বাইনারী ভ্যালু যা 12 টি Hexadecimal ডিজিট দ্বারা প্রকাশ করা হয়। MAC Address সমূহ নেটওয়ার্ক ডিভাইসের Network Interface Card (NIC) এর ROM Chip এর মধ্যে Burned অবস্থায় থাকে যা কোনভাবেই পরিবর্তন করা যায় না। এজন্য একে Burned-in Address (BIA) ও বলা হয়ে থাকে। কিন্তু বর্তমান কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলোতে সফটওয়্যার লেভেলে এই MAC Address সমূহ পরিব...